Kishore Kumar Hits

Anup Ghoshal - Nichur Kachhe Nichu Hote şarkı sözleri

Sanatçı: Anup Ghoshal

albüm: Swadesh Amar


নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
তুই সুখী জনের করিস সেবা, দুঃখীর অযতন
মূঢ় মন, সুখী জনের করিস সেবা, দুঃখীর অযতন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

লাগেনি যার পায়ের ধূলি, কি নিবি তার চরণধূলি
লাগেনি যার পায়ের ধূলি, কি নিবি তার চরণধূলি
নয় রে সোনায়, বনের কাঠেই হয় রে চন্দন
মূঢ় মন, নয় রে সোনায়, বনের কাঠেই হয় রে চন্দন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

প্রেম-ধন মায়ের মতন, দুঃখী সুতেই অধিক যতন
প্রেম-ধন মায়ের মতন, দুঃখী সুতেই অধিক যতন
এই ধনেতেই ধনী যে জন, সেই তো মহাজন
মূঢ় মন, এই ধনেতেই ধনী যে জন, সেই তো মহাজন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

বৃথা তোর কৃচ্ছসাধন, সেবাই নরের শ্রেষ্ঠ সাধন
বৃথা তোর কৃচ্ছসাধন, সেবাই নরের শ্রেষ্ঠ সাধন
মানবের পরম তীর্থ দীনের শ্রীচরণ
মূঢ় মন, মানবের পরম তীর্থ দীনের শ্রীচরণ
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

মতামতের তর্কে মত্ত, আছিস ভুলে সরল সত্য
মতামতের তর্কে মত্ত, আছিস ভুলে সরল সত্য
সকল ঘরে, সকল নরে আছেন নারায়ণ
মূঢ় মন, সকল ঘরে, সকল নরে আছেন নারায়ণ
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
তুই সুখী জনের করিস সেবা, দুঃখীর অযতন
মূঢ় মন, সুখী জনের করিস সেবা, দুঃখীর অযতন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন
নীচুর কাছে নীচু হতে শিখলি না রে মন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar