তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব
তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব
তোমারি দু'নয়নে তোমারি শোকবারি
তোমারি ব্যাকুলতা তোমারি হা-হা রবে
তোমারি দু'নয়নে তোমারি শোকবারি
তোমারি ব্যাকুলতা তোমারি হা-হা রবে
তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব
♪
তোমারি দেওয়া নিধি, তোমারি কেড়ে নেওয়া
তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া
তোমারি দেওয়া নিধি, তোমারি কেড়ে নেওয়া
তোমারি শঙ্কিত আকুল পথ চাওয়া
♪
তোমারি নিরজনে ভাবনা আনমনে
তোমারি সান্ত্বনা শীতল সৌরভ
তোমারি নিরজনে ভাবনা আনমনে
তোমারি সান্ত্বনা শীতল সৌরভ
তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব
♪
আমিও তোমারি গো তোমারি সকলি তো
জানিয়ে জানে না এ মোহ হত চিত
আমিও তোমারি গো তোমারি সকলি তো
জানিয়ে জানে না এ মোহ হত চিত
♪
আমারি বলে কেন ভ্রান্তি হল হেন?
ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব
আমারি বলে কেন ভ্রান্তি হল হেন?
ভাঙো এ অহমিকা মিথ্যা গৌরব
তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব
তোমারি দু'নয়নে তোমারি শোকবারি
তোমারি ব্যাকুলতা তোমারি হা-হা রবে
তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri