আমি স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ঢাকিয়া
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ঢাকিয়া
স্বপনে তাহারি মুখানি নিরখি
স্বপন কুহেলি মাখিয়া
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ঢাকিয়া
♪
কারে বরমালা দিনু স্বপনে
হল হৃদি বিনিময় গোপনে
কারে বরমালা দিনু স্বপনে
হল হৃদি বিনিময় গোপনে
স্বপনে দু'জনে প্রেম আলাপনে
স্বপনে দু'জনে প্রেম আলাপনে
যাপি সারা নিশি জাগিয়া
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ঢাকিয়া
♪
করি স্বপ্নে মিলন সুখ গান
করি স্বপ্নে প্রণয় অভিমান
করি স্বপ্নে মিলন সুখ গান
করি স্বপ্নে প্রণয় অভিমান
স্বপ্নে প্রেম কলহ
হয় স্বপ্নে প্রেম কলহ
যায় গো, স্বপনেরি সনে ভাঙিয়া
♪
যা কিছু আমার দিতে পারি সবই
যা কিছু আমার দিতে পারি সবই
সুখ স্বপনেরি লাগিয়া
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ঢাকিয়া
স্বপনে তাহারি মুখানি নিরখি
স্বপন কুহেলি মাখিয়া
স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ঢাকিয়া
আমি স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি
রেখেছি স্বপনে ঢাকিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri