Kishore Kumar Hits

Debabrata Biswas - Bhebechhilem Aasbe Phire şarkı sözleri

Sanatçı: Debabrata Biswas

albüm: Pagla Haowar Badal Dine - Rabindranather Barshar Gaan


ভেবেছিলেম আসবে ফিরে

ভেবেছিলেম আসবে ফিরে
তাই ফাগুনশেষে দিলেম বিদায়
ভেবেছিলেম আসবে ফিরে
তুমি গেলে ভাসি নয়ননীরে
তুমি গেলে ভাসি নয়ননীরে
এখন শ্রাবণদিনে মরি দ্বিধায়
ভেবেছিলেম আসবে ফিরে

এখন বাদল-সাঁঝের অন্ধকারে
আপনি কাঁদাই আপনারে
একা ঝরো ঝরো বারিধারে
ভাবি কী ডাকে ফিরাব তোমায়
ভেবেছিলেম আসবে ফিরে

যখন থাক আঁখির কাছে
তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে
যখন থাক আঁখির কাছে
সেই ভরা দিনের ভরসাতে
চাই বিরহের ভয় ঘোচাতে
তবু তোমা-হারা বিজন রাতে
কেবল হারাই-হারাই বাজে হিয়ায়
ভেবেছিলেম আসবে ফিরে
তাই ফাগুনশেষে দিলেম বিদায়
ভেবেছিলেম আসবে ফিরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar