Kishore Kumar Hits

Debabrata Biswas - Bahu Juger Opar Hote şarkı sözleri

Sanatçı: Debabrata Biswas

albüm: Pagla Haowar Badal Dine - Rabindranather Barshar Gaan


বহু যুগের ওপার হতে আষাড় এলো
এলো আমার মনে
কোন সে কবির ছন্দ বাজে
ঝরঝর বরিষণে
বহু যুগের ওপার হতে আষাড় এলো
যে মিলনের মালাগুলি ধূলায় মিশে হলো ধূলি
যে মিলনের মালাগুলি ধূলায় মিশে হলো ধূলি
গন্ধ তারই ভেসে আসে আজ সজল সমীরণে
ঝরঝর বরিষণে
বহু যুগের ওপার হতে আষাড় এলো
সেদিন এমনি মেঘের ঘটা রেবানদীর তীরে
এমনি বারি ঝরেছিল শ্যামলশৈলশিরে
মালাবিকা অমিনিখে চেয়েছিল পথের দিকে
সেই চাহনি এলো ভেসে
কালো মেঘের ছায়ার সনে
বহু যুগের ওপার হতে আষাড় এলো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar