Kishore Kumar Hits

Debabrata Biswas - Dinguli Mor Sonar Khanchai şarkı sözleri

Sanatçı: Debabrata Biswas

albüm: Aamar Kotha Aamar Gaan


দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
কান্নাহাসির বাঁধন তারা সইল না, সইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা
আমার প্রাণের গানের ভাষা
শিখবে তারা ছিল আশা
উড়ে গেল, সকল কথা কইল না, কইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
স্বপন দেখি, যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
এত বেদন হয় কি ফাঁকি
ওরা কি সব ছায়ার পাখি
এত বেদন হয় কি ফাঁকি
ওরা কি সব ছায়ার পাখি
আকাশ-পারে কিছুই কি গো বইল না, বইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
সেই-যে আমার নানা রঙের দিনগুলি
তো মশাই, আর বোধহয় আপনার cassette-এ জায়গা নাই
তাহলে এখানেই শেষ করি, কেমন?
আজকে তারিখ হলো, বলে দিচ্ছি, আজকে পয়লা এপ্রিল, ১৯৭৫ সন
দিনটা খুব ভালো দিনই, আপনার record শেষ হলো
যাকগে, আপনার এলাকায় সবাইকে শোনাবেন
আর আমার কিছু বলার নেই, কথা তো আগেই বলে দিয়েছি, কেমন?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar