Suchitra Mitra - Tumi Jano Ogo Antarjami şarkı sözleri
Sanatçı:
Suchitra Mitra
albüm: Nirab Kore Dao
তুমি জানো, ওগো অন্তর্যামী
পথে পথেই মন ফিরালেম আমি
তুমি জানো, ওগো অন্তর্যামী
পথে পথেই মন ফিরালেম আমি
তুমি জানো, ওগো অন্তর্যামী
♪
ভাবনা আমার বাঁধল নাকো বাসা
কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা
ভাবনা আমার বাঁধল নাকো বাসা
কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা
তবু আমার মনে আছে আশা
তোমার পায়ে ঠেকবে তারা স্বামী
তুমি জানো, ওগো অন্তর্যামী
পথে পথেই মন ফিরালেম আমি
তুমি জানো, ওগো অন্তর্যামী
♪
টেনেছিল কতই কান্নাহাসি
বারে বারেই ছিন্ন হল ফাঁসি
টেনেছিল কতই কান্নাহাসি
বারে বারেই ছিন্ন হল ফাঁসি
শুধায় সবাই হতভাগ্য বলে
"মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে?"
শুধায় সবাই হতভাগ্য বলে
"মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে?"
জানি জানি নামবে তোমার কোলে
আপনি যেথায় পড়বে মাথা নামি
তুমি জানো, ওগো অন্তর্যামী
পথে পথেই মন ফিরালেম আমি
তুমি জানো, ওগো অন্তর্যামী
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri