Suchitra Mitra - Charano Dhorite Diyo Go Amare şarkı sözleri
Sanatçı:
Suchitra Mitra
albüm: Charano Dhorite Diyo Go Amare
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে
বক্ষে ধরিব জড়ায়ে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
♪
স্খলিত শিথিল কামনার ভার
বহিয়া বহিয়া ফিরি কত আর
স্খলিত শিথিল কামনার ভার
বহিয়া বহিয়া ফিরি কত আর
নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার
ফেলো না আমারে ছড়ায়ে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
জীবন মরণ সুখ দুঃখ দিয়ে
বক্ষে ধরিব জড়ায়ে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
♪
চির পিপাসিত বাসনা বেদনা
বাঁচাও তাহারে মারিয়া
চির পিপাসিত বাসনা বেদনা
বাঁচাও তাহারে মারিয়া
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী
তোমারি কাছেতে হারিয়া
চির পিপাসিত বাসনা বেদনা
বাঁচাও তাহারে মারিয়া
শেষ জয়ে যেন হয় সে বিজয়ী
তোমারি কাছেতে হারিয়া
♪
বিকায়ে বিকায়ে দীন আপনারে
পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে
বিকায়ে বিকায়ে দীন আপনারে
পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে
তোমারি করিয়া নিয়ো গো আমারে
বরণের মালা পরায়ে
চরণ ধরিতে দিয়ো গো আমারে
নিয়ো না, নিয়ো না সরায়ে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri