Kishore Kumar Hits

Suchitra Mitra - Rabindranath er Baul Bhalobasha-Introduction şarkı sözleri

Sanatçı: Suchitra Mitra

albüm: Moner Manush


বিশ্বজগতের অতলস্পর্শ গভীরতার মধ্যে
আনন্দ-বেদনার যে উৎস নিহিত রয়েছে
কবির অনুভবের সেই চিত্র
অন্যান্য পর্যায়ের মতো তার বাউল গানেও চিত্রিত হয়েছে
কবি মুক্তিপাগল একদল প্রেমিক সাধকদের
সঙ্গ পেয়েছিলেন শিলাইদহের পল্লী অঞ্চলে
যারা আজকে বাংলাদেশের বাউল নামে পরিচিত
তার নিজের ভাষায়, "আমার অনেক গানেই আমি বাউলের সুর গ্রহণ করেছি
এবং অনেক গানে অন্য রাগরাগিণীর সঙ্গে
আমার জ্ঞাত বা অজ্ঞাত-সারে বাউল সুরের মিলন ঘটেছে
এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী
কোনো এক সময়ে আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে"
এই মিশে যাওয়ার উৎস খুঁজে পেতে হলে
শুনে নিতে হবে কবির নবীন বয়সে শোনা
অতি বিখ্যাত সেই বাউল গানের অংশবিশেষ
যা শিলাইদহ অঞ্চলের এক বাউল একতারা বাজিয়ে গেয়েছিলেন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar