Kishore Kumar Hits

Suchitra Mitra - Ke Go Antarotaro Se şarkı sözleri

Sanatçı: Suchitra Mitra

albüm: Ke Go Antarotaro Se


কে গো অন্তরতর সে
আমার চেতনা আমার বেদনা
তারি সুগভীর পরশে
কে গো অন্তরতর সে

আঁখিতে আমার বুলায় মন্ত্র
বাজায় হৃদয়বীণার তন্ত্র
আঁখিতে আমার বুলায় মন্ত্র
বাজায় হৃদয়বীণার তন্ত্র
কত আনন্দে জাগায় ছন্দ
কত সুখে দুখে হরষে
কে গো অন্তরতর সে
আমার চেতনা আমার বেদনা
তারি সুগভীর পরশে
কে গো অন্তরতর সে

সোনালি রুপালি সবুজে সুনীলে
সে এমন মায়া কেমনে গাঁথিলে
তারি সে আড়ালে চরণ বাড়ালে
ডুবালে সে সুধাসরসে
সোনালি রুপালি সবুজে সুনীলে
সে এমন মায়া কেমনে গাঁথিলে
তারি সে আড়ালে চরণ বাড়ালে
ডুবালে সে সুধাসরসে
কত দিন আসে, কত যুগ যায়
গোপনে গোপনে পরান ভুলায়
কত দিন আসে, কত যুগ যায়
গোপনে গোপনে পরান ভুলায়
নানা পরিচয়ে নানা নাম লয়ে
নিতি নিতি রস বরষে
কে গো অন্তরতর সে
আমার চেতনা আমার বেদনা
তারি সুগভীর পরশে
কে গো অন্তরতর সে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar