Kishore Kumar Hits

Suchitra Mitra - Ekoda Tumi Priye şarkı sözleri

Sanatçı: Suchitra Mitra

albüm: Shonibarer Jolsha Episode 65


একদা তুমি প্রিয়ে
আমারি এ তরুমূলে
বসেছো ফুলসাজে
সে কথা যে গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে
সেথা যে বহে নদী
নিরবধি সে ভোলেনি
তারি যে স্রোতে আঁকা
বাঁকা বাঁকা তব বেণী
সেথা যে বহে নদী
নিরবধি সে ভোলেনি
তারি যে স্রোতে আঁকা
বাঁকা বাঁকা তব বেণী
তোমারি পদরেখা
আছে লেখা তারি কূলে
আজি কি সবই ফাঁকি
সে কথা কি গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে
গেঁথেছ যে রাগিণী
একাকিনী দিনে দিনে
আজিও যায় ব্যেপে
কেঁপে কেঁপে তৃণে তৃণে
গেঁথেছ যে রাগিণী
একাকিনী দিনে দিনে
আজিও যায় ব্যেপে
কেঁপে কেঁপে তৃণে তৃণে
গাঁথিতে যে আঁচলে
ছায়াতলে ফুলমালা
তাহারি পরশন
হরষন সুধা ঢালা
গাঁথিতে যে আঁচলে
ছায়াতলে ফুলমালা
তাহারি পরশন
হরষন সুধা ঢালা
ফাগুন আজও যে রে
খুঁজে ফেরে চাঁপাফুলে
আজি কি সবই ফাঁকি
সে কথা কি গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে
আমারি এ তরুমূলে
বসেছ ফুলসাজে
সে কথা যে গেছ ভুলে
একদা তুমি প্রিয়ে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar