Kishore Kumar Hits

Suchitra Mitra - Jodi Tomar Dekha Na Pai Probhu şarkı sözleri

Sanatçı: Suchitra Mitra

albüm: Rabindrasangeet Suchitra Mitra


Life
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
তবে তোমায় আমি পাই নি, যেন সেই কথা রয় মনে
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
যদি তোমার দেখা না পাই প্রভু
এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে
আমার যতই দু'হাত ভরে উঠে ধনে
তবু কিছুই আমি পাই নি, যেন সেই কথা রয় মনে
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
যদি তোমার দেখা না পাই প্রভু
যদি আলসভরে আমি বসি পথের 'পরে
যদি ধূলায় শয়ন পাতি সযতনে
যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে
যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি
ওগো যতই গৃহ সাজাই আয়োজনে
যেন তোমায় ঘরে হয় নি আনা, সেই কথা রয় মনে
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
তবে তোমায় আমি পাই নি, যেন সেই কথা রয় মনে
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে
যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar