Kishore Kumar Hits

Manabendra Mukherjee - Amar Methe Ghorai şarkı sözleri

Sanatçı: Manabendra Mukherjee

albüm: Bagbazarer Gaan


আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন
ওই ডাকছে শালিক, ডাকছে শ্যামা
হরি করবেন আগমন
ওই ডাকছে শালিক, ডাকছে শ্যামা
হরি করবেন আগমন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন

ছেলে মেয়ে সব শুদ্ধ হয়ে
করছে পুষ্প আহরণ
ছেলে মেয়ে সব শুদ্ধ হয়ে
করছে পুষ্প আহরণ
আমার দুঃখীর হরি, দয়াল হরি
দুঃখীর হরি, দয়াল হরি
দিবেন আজি দর্শন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন

ঘরের মেঝে ধুয়ে মুছে
বৌ দিতেছে আলিপন
ঘরের মেঝে ধুয়ে মুছে
বৌ দিতেছে আলিপন
আমার হরি এসে পিঁড়ে বসে
আমার হরি এসে পিঁড়ে বসে
রাখবেন দু'টি শ্রীচরণ
আমার কিবা আছে, কিবা দিয়ে
করি পুজার আয়োজন
হরি হে, দয়াল হরি
কিবা আছে, কিবা দিয়ে
করি পুজার আয়োজন
আমি অতি হীন, অধম অতি
অতি হীন, অধম অতি
দাও না প্রভু দর্শন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন
ওই ডাকছে শালিক, ডাকছে শ্যামা
হরি করবেন আগমন
ওই ডাকছে শালিক, ডাকছে শ্যামা
হরি করবেন আগমন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন
আমার মেটে ঘরই শ্রী বৃন্দাবন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar