ছাড়িয়া যেও না ছাড়িয়া যেও না আর বিরহের তরী মিলনের তীরে লাগিল যদি আবার ছাড়িয়া যেও না আর ছাড়িয়া যেও না, যেও না, যেও না ছাড়িয়া যেও না আর ♪ কত সে বিফল জনমের পর পথ চাওয়া মোর ফিরে এল ঘর কত সে বিফল জনমের পর পথ চাওয়া মোর ফিরে এল ঘর এলো শুভ দিন, কাটিল অসহন এলো শুভ দিন, কাটিল অসহ রাতের অন্ধকার ছাড়িয়া যেও না আর ছাড়িয়া যেও না আর ♪ দেবতা গো ফিরে চাও মোর বিরহের তপস্যা শেষ, মিলনের বর দাও দেবতা গো ফিরে চাও লয়ে জীবনের সঞ্চিত ব্যথা তোমার চরণে হলাম প্রণতা লয়ে জীবনের সঞ্চিত ব্যথা তোমার চরণে হলাম প্রণতা লহ পূজা মোর নয়নের লোর লহ পূজা মোর নয়নের লোর শীর্ণা তনুর হার ছাড়িয়া যেও না আর ছাড়িয়া যেও না আর বিরহের তরী মিলনের তীরে লাগিল যদি আবার ছাড়িয়া যেও না আর ছাড়িয়া, ছাড়িয়া যেও না, যেও না ছাড়িয়া যেও না আর ছাড়িয়া যেও না আর