আবার ফাগুন এসেছে ফিরিয়া
তুমি তো এলে না হায়
তুমি তো এলে না হায়
শূন্য দেউল, নাহি জ্বলে ধূপ
শূন্য দেউল, নাহি জ্বলে ধূপ
প্রদীপ নিভিয়া যায়
আবার ফাগুন এসেছে ফিরিয়া
তুমি তো এলে না হায়
দিনশেষে যবে ঘনায় সন্ধ্যা
দিনশেষে যবে ঘনায় সন্ধ্যা
জাগে চাঁদ, জাগে রজনীগন্ধা
চঞ্চল আঁখি জাগে কার লাগি
চঞ্চল আঁখি জাগে কার লাগি
নিভৃত বনের ছায়ে
আবার ফাগুন এসেছে ফিরিয়া
তুমি তো এলে না হায়
শাখে গাহে পাখি, মুঞ্জরে শাখী
বন বীণে ওঠে সুর
বন বীণে ওঠে সুর
উন্মাদ বায়ু গুঞ্জরে ফেরে
প্রাণ করে দুরুদুর
প্রাণ করে দুরুদুর
আসিয়াছে পূর্ণ মাধবী রাতি
আসিল না হায় জাগার সাথী
পিঞ্জরে কাঁদে জীবন পাপিয়া
পিঞ্জরে কাঁদে জীবন পাপিয়া
বন্ধন বেদনায়
আবার ফাগুন এসেছে ফিরিয়া
তুমি তো এলে না হায়
তুমি তো এলে না হায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri