আগে না জেনে মজো না পিরিতে আগে না জেনে মজো না পিরিতে জেনেশুনে করগে পিরিত শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজো না পিরিতে আগে না জেনে মজো না পিরিতে ♪ যদি পিরিতের হয় বাসনা সাধুর কাছে জেনে নে না যেমন লোহাতে পরশে সোনা ওইমতো হবে তোমাতে না জেনে মজো না পিরিতে আগে না জেনে মজো না পিরিতে ♪ ভবের পিরিত ভূতের কীর্তন একবার বিচ্ছেদ, একবার মিলন শেষকালে তার হয় যে মরণ যেয়ে তেমাথা পথে না জেনে মজো না পিরিতে আগে না জেনে মজো না পিরিতে ♪ এক পিরিতের দ্বিভাব চলন কেউ স্বর্গে, কেউ নরকে গমন তাই দেখে শুনে বলছে লালন "কী লীলা এ জগতে!" না জেনে মজো না পিরিতে আগে না জেনে মজো না পিরিতে জেনে শুনে, জেনে শুনে করগে পিরিত শেষ ভালো দাঁড়ায় যাতে জেনে শুনে করগে পিরিত শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজো না পিরিতে আগে না জেনে মজো না পিরিতে