Amar Pal - Gonshai Reni Dekhchho şarkı sözleri
Sanatçı:
Amar Pal
albüm: Kato Ranga Dekhbi
আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
ও গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গাছের আগায় কলসি, তাতে খাজুরের রশি
গাছের আগায় কলসি, তাতে খাজুরের রশি
উপরমুখি চাইয়া থাকে তলাতে বসি
গোঁসাই গাছ বাইয়া উঠিতে না'রে
ও গোঁসাই গাছ বাইয়া উঠিতে না'রে
জিহ্বা রসে টলটলায়
গাছ বাইয়া উঠিতে না'রে
জিহ্বা রসে টলটলায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
ও গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
♪
গোঁসাই যার বাড়িতে যায়, উঁকি মাইরা চায়
গোঁসাই যার বাড়িতে যায়, উঁকি মাইরা চায়
পাকের ঘরের ধারে কাছে জঙ্গলে লুকায়
আবার ফাঁক পাইলে সে বেড়া ভাঙ্গা
ও গোঁসাই, ফাঁক পাইলে সে বেড়া ভাঙ্গা
শিকায় ছিঁড়া অন্ন খায়
ফাঁক পাইলে সে বেড়া ভাঙ্গা
শিকায় ছিঁড়া অন্ন খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
♪
গোঁসাই রসে ভরপুর, ছাড়ে একটানা তিন সুর
রসে ভরপুর, ছাড়ে একটানা তিন সুর
অন্য গোঁসাইর দলে ভিড়ে রাইত কইরে দুপুর
বাড়ি বাড়ি ঘুইড়া গোঁসাই
ও গোঁসাই, বাড়ি বাড়ি ঘুইরা গোঁসাই
শেষ রাইতে আখড়াতে যায়
বাড়ি বাড়ি ঘুইরা গোঁসাই
শেষ রাইতে আখড়াতে যায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
ও গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
ও আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri