মাঝি, বাইয়া যাও রে
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও
মাঝি, বাইয়া যাও রে
মাঝি, বাইয়া যাও রে
অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও
মাঝি, বাইয়া যাও রে
♪
ও মাঝি রে
মহাজনের ধন-রত্ন ভাঙ্গা নাওয়ে ভরি
লাভ করিতে আইলাম ভবে হইয়া বেপারী
মাঝি বাইয়া যাও রে
♪
ও মাঝি রে
দুষ্টু ভারী ছয়টা ঋতু
কথার বাধ্য নাই
গোলমাল করিয়া চাহে ডুবাইতে সবাই
চাহে ডুবাইতে সবাই
♪
ও মাঝি রে
মলের কোঠায় দাও রে চাবি
আর তো সময় নাই
নইলে লাভে-মূলে হারাইবে
লাভে-মূলে হারাইবে জীবনের কামাই
মাঝি, বাইয়া যাও রে
ও মাঝি রে, বাইয়া যাও রে
আরে, অকূল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও
মাঝি, বাইয়া যাও রে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri