Amar Pal - Nishithe Jaiyo Phulo Bone şarkı sözleri
Sanatçı:
Amar Pal
albüm: Mon Majhi – Unforgettable Hits Of Amar Pal
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
জ্বালায়া দিলের বাতি
জেগে রবো সারা রাতি
কত রঙ্গে ধরবে ফুলের কলি রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
♪
নয় দরজা করিয়া বন্ধ লইয়ো ফুলের গন্ধ
জপিও ফুলের নাম রে ও ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
♪
দল, পাতা, বৃক্ষ নাই, এমন ফুল ফুটাইছে সাঁই
ভাবুক ছাড়া না বুঝে পন্ডিতে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
♪
অধীন শেখ ভানু বলে
ঢেউ খেলাইয়ো আপন দিলে রে
পদ্ম যেমন ভাসবে গঙ্গার জলে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
নিশিতে যাইও ফুলবনে রে ভোমরা
নিশিতে যাইও ফুলবনে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri