Kishore Kumar Hits

Amar Pal - Sob Loke Koy şarkı sözleri

Sanatçı: Amar Pal

albüm: Khanchar Bhitor Achin Pakhi - Immortal Bauls Of Bengal


সব লোকে কয় লালন কী জাত এই সংসারে
সব লোকে কয় লালন কী জাত এই সংসারে
লালন কয় জেতের কী রূপ
দেখলেম না এ নজরে
লালন কয় জেতের কী রূপ
দেখলেম না এ নজরে
বামন চিনি পৈতা প্রমাণ
বামন চিনি পৈতা প্রমাণ
বামনি চিনি কিসে রে
সব লোকে কয় লালন কী জাত এই সংসারে

কেউ মালা, কেউ তসবি গলায়
তাইতে কি জাত ভিন্ন বলায়
কেউ মালা, কেউ তসবি গলায়
তাইতে কি জাত ভিন্ন বলায়
যাওয়া কিংবা আসার বেলায়
যাওয়া কিংবা আসার বেলায়
জেতের চিহ্ন রয় কার রে
সব লোকে কয় লালন কী জাত এই সংসারে

জগৎ বেড়ে জেতের কথা
লোকে গৌরব করে যথা তথা
জগৎ বেড়ে জেতের কথা
লোকে গৌরব করে যথা তথা
লালন সে জেতের ফাতা
লালন সে জেতের ফাতা
বিকিয়েছে সাধবাজারে
সব লোকে কয় লালন কী জাত এই সংসারে
সব লোকে কয় লালন কী জাত এই সংসারে
লালন কয় জেতের কী রূপ
লালন কয় জেতের কী রূপ
দেখলেম না এ নজরে
সব লোকে কয় লালন কী জাত এই সংসারে
সব লোকে কয় লালন কী জাত এই সংসারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar