লালন বলেছেন, "কি করি ভেবে মরি মন-মাঝি ঠাহর দেখি নে"
ব্রহ্মা আদি খাইছে খাবি, সেই নদীর পার যাই কেমনে"
মানবদেহে পঞ্চেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক
ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য
এছাড়া আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বাদ-আহ্লাদ
আবেগ, উৎকণ্ঠা আরও কত কি আছে
ভবনদীর জলে ভেসে চলা জীবনতরী
কামনা-বাসনার বোঝায় ডুবুডুবু
এখনো সময় আছে জাগতিক কামনা-বাসনার ঊর্ধ্বে উঠে
সময় এসেছে আত্মউপলব্ধির
মন মাঝি সামাল সামাল
মন মাঝি সামাল-সামাল
ডুবলো তরী ভব-নদীর
তুফান ভারী
মন মাঝি সামাল-সামাল
ডুবলো তরী ভব-নদীর
তুফান ভারী
তোর হেলে পেলে না জল
তোর হেলে পেলে না জল
কি করবি বল
কেমনে জমাবি পাড়ি
মন মাঝি সামাল-সামাল
ডুবলো তরী ভব-নদীর
তুফান ভারী
তোর হেলে ছয়খান দড়ি
যাচ্ছে ছিড়ি, ওই দেখ
পটাস পটাস করি
তোর হেলে ছয়খান দড়ি
যাচ্ছে ছিড়ি, ওই দেখ
পটাস পটাস করি
ডুবলো তোর ভগ্ন তরী
হায় কি করি
কেমনে জমাবি পাড়ি
মন মাঝি সামাল-সামাল
ডুবলো তরী ভব-নদীর
তুফান ভারী
মাঝি তোর অঙ্গ হেরি, সইতে নারি
তাই তোরে জিজ্ঞাসা করি
মাঝি তোর অঙ্গ হেরি, সইতে নারি
তাই তোরে জিজ্ঞাসা করি
বল দেখি, কোন মিস্তিরী, শিখায় তোরে
আজগুবি এই মাঝিগিরি
মন মাঝি সামাল-সামাল
ডুবলো তরী ভব-নদীর
তুফান ভারী
তোর হেলে পেলে না জল
তোর হেলে পেলে না জল
কি করবি বল
কেমনে জমাবি পাড়ি
মন মাঝি সামাল-সামাল
ডুবলো তরী ভব-নদীর
তুফান ভারী
মন মাঝি সামাল-সামাল
ডুবলো তরী ভব-নদীর
তুফান ভারী
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri