মন সহজে কি সই হবা
চিরদিন ইচ্ছা মনে
আইল ড্যাঙ্গায়ে ঘাস খাবা
তুমি আইল ড্যাঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা
ডাবার পর মুগুর প'লে
ডাবার পর মুগুর প'লে
সেইদিনে গা টের পাবা
তুমি সেইদিনে গা টের পাবা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
বাহার তো গেছে চলে
পথে যাও ঠ্যালা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তুমি কোনদিনে পাতাল ধাবা
বাহার তো গেছে চলে
পথে যাও ঠ্যালা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তুমি কোনদিনে পাতাল ধাবা
তবু দেখি গেল না তোর
তবু দেখি গেল না তোর
ত্যাড়া চলন বদ-লোভা
তোর ত্যাড়া চলন বদ-লোভা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
সুখের আশ থাকলে মনে
দুঃখের গোর নিদানে
তুমি অবশ্যই মাথায় নিবা
তুমি অবশ্যই মাথায় নিবা
সুখের আশ থাকলে মনে
দুঃখের গোর নিদানে
তুমি অবশ্যই মাথায় নিবা
তুমি অবশ্যই মাথায় নিবা
সুখ চেয়ে সোয়াস্তি ভালো
সুখ চেয়ে সোয়াস্তি ভালো
শেষকালে তে পস্তাবা
তুমি শেষ কালেতে পস্তাবা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
ইল্লতে স্বভাব হলে
পানিতে যায়রে ধুলে
খাজলতি কিসে ধুবা
তুমি খাজলতি কিসে ধুবা
ইল্লতে স্বভাব হলে
পানিতে যায়রে ধুলে
খাজলতি কিসে ধুবা
তুমি খাজলতি কিসে ধুবা
লালন বলে, হিসাব কালে
লালন বলে, হিসাব কালে
সকল ফিকির হারাবা
তুমি সকল ফিকির হারাবা
মন সহজে কি সই হবা
চিরদিন ইচ্ছা মনে
চিরদিন ইচ্ছা মনে
আইল ড্যাঙ্গায়ে ঘাস খাবা
তুমি আইল ড্যাঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা
ডাবার পর মুগুর প'লে
ডাবার পর মুগুর প'লে
সেইদিনে গা টের পাবা
তুমি সেইদিনে গা টের পাবা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri