Kishore Kumar Hits

Farida Parveen - Pre Loye Jao Amay şarkı sözleri

Sanatçı: Farida Parveen

albüm: Bangladesh (Chants De Lalon Shah)


পারে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়
পারে লয়ে যাও আমায়
পারে লয়ে যাও আমায়

নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
আমি নাম শুনেছি
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
পারে লয়ে যাও আমায়
পারে লয়ে যাও আমায়

অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ফকির লালন
ফকির লালন কয়, "অকুলের পতি
কে বলবে তোমায়?"
পারে লয়ে যাও আমায়
পারে লয়ে যাও আমায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar