Kishore Kumar Hits

Farida Parveen - Ami Ek Dino Na Dekhilam şarkı sözleri

Sanatçı: Farida Parveen

albüm: Lalaner Gaan Paramtatyo


আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশিনগর
সেথা পড়শি বসত করে
একঘর পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে

বিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাড়ে
বিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পাড়ে
বাঞ্ছা করে দেখবো তারে
বাঞ্ছা করে দেখবো তারে
কেমনে সেথা যাইরে
আমি কেমনে সেথা যায়রে
আমি একদিনও না দেখিলাম তারে

কি বলবো পড়শির কথা
হস্ত, পদ, স্কন্ধ, মাথা নাইরে
কি বলবো পড়শির কথা
হস্ত, পদ, স্কন্ধ, মাথা নাইরে
ক্ষণিক থাকে শূন্যের উপর, ক্ষনিক ভাসে নীড়ে
ও সে ক্ষণিক ভাসে নীড়ে
আমি একদিনও না দেখিলাম তারে

পড়শি যদি আমায় ছুঁতো
যম-যাতনা সকল যেত দূরে
পড়শি যদি আমায় ছুঁতো
যম-যাতনা সকল যেত দূরে
সে আর লালন একখানে রয়
সে আর লালন একখানে রয়
লক্ষ-যোজন ফাঁক রে
তবু লক্ষ-যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশিনগর
সেথা পড়শি বসত করে
একঘর পড়শি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar