Farida Parveen - Bedhechhe Emon Ghor şarkı sözleri
Sanatçı:
Farida Parveen
albüm: Lalaner Gaane Sadhantatwa
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
♪
সবেমাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
সবেমাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি-তুফান এলে পরে?
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
♪
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
♪
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
লালন কয়, "যেতে পারি"
লালন কয়, "যেতে পারি"
"কোন দরজা খুলে ঘরে?"
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri