একটা বাঁকা চাঁদ, আধো গুনগুন গান
পাতা-ঝরা হাওয়ায় একটু কাছের টান
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
একটা বাঁকা চাঁদ, আধো গুনগুন গান
পাতা-ঝরা হাওয়ায় একটু কাছের টান
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
রাতের গান শুনতে কি পাও
ছায়াগুলো বলে যায়
তোমার চোখের জল শুকাবে
রাতের গান শুনতে কি পাও
ছায়াগুলো বলে যায়
তোমার চোখের জল শুকাবে
ঝিরিঝিরি শীতল হাওয়ায়
♪
সোনালি ভোরের স্বপ্নে যখন
কাটবে বিভোর রাত
সুখ পূর্ণ চাঁদের আলো
দু'জনার হাতে হাত
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
তারারা জ্বলবে তোমার চোখে
কী এক মায়াবী মায়ায়
এক সুখ-সুখ স্বপ্ন সাথে
তারারা জ্বলবে তোমার চোখে
কী এক মায়াবী মায়ায়
এক সুখ-সুখ স্বপ্ন সাথে
ঝিরিঝিরি শীতল হাওয়ায়
একটা বাঁকা চাঁদ, আধো গুনগুন গান
পাতা-ঝরা হাওয়ায় একটু কাছের টান
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
ক্ষতি কী, বলো ক্ষতি কী
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri