কতবার হোঁচট খাওয়ার পর হাঁটা শিখবো?
কতবার পথ হারিয়ে তবে পথটাকে চিনবো?
কতটা গ্রাস নিয়ে ক্ষুধা মেটাবো?
কতখানি পান করে তৃষ্ণা মোছাবো?
কতবার হোঁচট খাওয়ার পর হাঁটা শিখবো?
কতবার পথ হারিয়ে তবে পথটাকে চিনবো?
কতটা গ্রাস নিয়ে ক্ষুধা মেটাবো?
কতখানি পান করে তৃষ্ণা মোছাবো?
কতগুলো সকাল আমি দেখেছি এ জীবনে?
আর কত রাত পেরোবে, তা কে জানে?
কতটা হাসি হেসেছি এখানে?
কতটা কান্না বুকে চেপে রেখে?
কতবার প্রশ্ন করলে উত্তর পাবো?
এ ধাঁধার জবাব তোমায় শোনাবো
♪
কতটা ঘাম ঘামলে কিষাণ শান্ত হয়?
কতটা ধান ভানলে নারী তৃপ্তি পায়?
কতটা পাড় ভাঙ্গলে নদী শান্ত হয়?
কতটা রোদ উঠে ফসলকে পোড়ায়?
কতটা উদাস হলে মন আকাশ দেখতে চায়?
কতটা গড়ালে পাথর ধুলোয় মিশে যায়?
কতটা আঘাত পেলে মন পাথর হয়ে য়ায়?
কতটা ভালোবাসা সে বুকের ভিতর জমায়?
কতবার প্রশ্ন করলে উত্তর পাবো?
এ ধাঁধার জবাব তোমায় শোনাবো
কতবার হোঁচট খাওয়ার পর হাঁটা শিখবো?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri