আমার বুকে এক টুকরো শৌখিন পাথরের আবাস কখনো উত্তাল সাগর, কখনো ভর করে আকাশ কখনো নীলচে রঙ জনসমুদ্রে ক্লান্ত উদাসী কখনো পরাধীন মিছিলে প্রথম সারির সাহসী তবু পাথরটা পাথরই থাকে কিছু দুঃখ জমিয়ে রাখে তবু পাথরটা পাথরই থাকে কিছু দুঃখ জমিয়ে রাখে একাকী (একাকী, একাকী) একাকী কখনো হিংসায় পোড়ে, বিদ্বেষে কাঁপে একলা ঘরের কোণে পড়ে থাকে কখনো জানলায় চোখ রেখে রেখে মনের মাঠে একা একা হাঁটে বিদ্রূপে পড়ে মনের কুয়াশা কাটিয়ে মনের মানুষ খোঁজে যথাতথা মনের হাটে তবু পাথরটা পাথরই থাকে কিছু দুঃখ জমিয়ে রাখে তবু পাথরটা পাথরই থাকে কিছু দুঃখ জমিয়ে রাখে একাকী (একাকী, একাকী) ♪ কখনো স্বপ্নের ঘোরে চমকে ওঠে গল্পকথায় চুপিচুপি হাসে সন্ধ্যাতারার পিছুপিছু হাঁটে শ্রাবণে প্লাবনে সারাবেলা কাটে নতুন দিনের নতুন কবিতা হাতে মনের মানুষ খোঁজে যথাতথা মনের হাটে তবু পাথরটা পাথরই থাকে কিছু দুঃখ জমিয়ে রাখে তবু পাথরটা পাথরই থাকে কিছু দুঃখ জমিয়ে রাখে একাকী (একাকী, একাকী) একাকী