Kishore Kumar Hits

MCD - Bose Achhi şarkı sözleri

Sanatçı: MCD

albüm: Chapter One


সময় ভেসে যায়
দূরের সীমানায়
কেউ কি জানে কি হবে?
ঝড় আসবে কখন?
এভাবে কেটেছে কতটা যুগ
কতটা প্রহর
কখনো কেউ কি ভেবেছে তা?
রেখেছে খবর?
আমি তো জানি না, কিছু বুঝি না
বলব তোমায় কি করে?
আমি তো দেখেছি এসবই ঘুমে থাকা শহরে
বসে আছি আনমনে
দিন কাটে প্রশ্ন করে
এই জীবন কেন বিচিত্র রয়ে যায়?
সময় কত কেটেছে না জেনে, কিছু না বুঝে
আজ সবকিছু মিথ্যে কেন মনে হয়?
আঁধার থেকে স্বপ্নের আলো স্মৃতি হয়ে যায়
সকাল থেকে সন্ধ্যার জীবন মৃত্যুপূরী হয়
আমি তো চেয়েছি খুজে পেতে কেন এমন হয়
তবু অভিনয়ের জালে ছুটেছে যে সবাই
জানি না কিসের নেশায় অন্ধহীন সীমানায়
আমি তো দেখেছি এসবই ক্লান্তহীন ছুটে চলায়
বসে আছি আনমনে
দিন কাটে প্রশ্ন করে
এই জীবন কেন বিচিত্র রয়ে যায়?
সময় কত কেটেছে না জেনে, কিছু না বুঝে
আজ সবকিছু মিথ্যে কেন মনে হয়?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar