Kishore Kumar Hits

MB - Roma - Bonus Track şarkı sözleri

Sanatçı: MB

albüm: Couvre feu


মাগো আমার মাগো জানি অনেক কষ্ট পাবে তুমি
তবু আমার নেই কোন উপায় (২)
যেতেই আমায় হবে সে যে
ট্যাক্সি নিয়ে বসে আছে বাসষ্টপেতে আমার অপেক্ষায়
বিয়ের সাজে ঘোমটা টেনে, বাবা কাকার চোখ এড়িয়ে
যাচ্ছি ছেড়ে ছোট বেলার ঘর
অনেক ভাবনা চিন্তা করেও পারছি না যে মেনে নিতে
তোমাদের পছন্দ করা বর
মাগো মা চললাম আমি করতে নিজের সংসার
মাগো মা ফিরে আসছি না
ইতি তোমার আদরের রমা।
গয়না গাটি বেনারসি সবি খুলে যাচ্ছি চলে
শুধু নিলাম একটা মাত্র হার
আর আছে তোমার দেয়া ছোট বেলার সাহস অনেক
সেটাই সবচেয়ে বড় উপহার
অনেক অপমানের বোঝা রইলো তোমাদের কপালে
বিয়ের মুখে কেলেংকারিটা
কিন্তু মাগো নয় যে এ আর পুতুর নিয়ে খেলনা বাড়ি
সত্যি সত্যি সংসার আমার।
মাগো মা চললাম আমি করতে নিজের সংসার
মাগো মা ফিরে আসছি না
ইতি তোমার আদরের রমা।
মাগো তুমি বলে ছিলে মানুষ চেনা শক্ত বড়
মনটা আসল পয়সা-কড়ি নয়
অনেক বড় লোকের ছেলে ছলেবলে মিথ্যে বলে
ঠকিয়ে নিতে চাইবে যে আমায়
কিন্তু এযে দেখতে শুনতে নয় যে তেমন দারুন ভালো
আছে যে তার হাজার গন্ডা দোষ
নেইকো যে তার টাকাওয়ালা বাবা কাকা
আছে শুধু সত্যি কথা বলার সৎ সাহস
মাগো মা চললাম আমি করতে নিজের সংসার
মাগো মা ফিরে আসছি না
ইতি তোমার আদরের রমা (২)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

27

2023 · single

Benzer Sanatçılar