বাদলের দিনটারে হারিয়েছি অনাদরে
বর্ষার গান শোনা হয়নি তো আর
অলসে কেটে গেছে জানালার শিক ধরে
বৃষ্টির জলে ভেজা হয়নি আমার
বাদলের দিনটারে হারিয়েছি অনাদরে
বর্ষার গান শোনা হয়নি তো আর
অলসে কেটে গেছে জানালার শিক ধরে
বৃষ্টির জলে ভেজা হয়নি আমার
♪
আমি বুক ভরে শুনেছি বৃষ্টির কান্না
আমি আকাশে দেখেছি মেঘেদের আনাগোনা
আমি বুক ভরে শুনেছি বৃষ্টির কান্না
আমি আকাশে দেখেছি মেঘেদের আনাগোনা
অপলক চেয়ে থেকে ভিজে যাওয়া মনটাকে
পারিনি রাঙাতে আমার
বাদলের দিনটারে হারিয়েছি অনাদরে
বর্ষার গান শোনা হয়নি তো আর
♪
আমি কান পেতে শুনেছি মেঘের কান্না
আমি বাতাসে দেখেছি আঁধারে আলোর বন্যা
আমি কান পেতে শুনেছি মেঘের কান্না
আমি বাতাসে দেখেছি আঁধারে আলোর বন্যা
চেয়েছি বারে বারে ভাবনায় ডুব দিতে
স্মৃতির আড়ালে আবার
বাদলের দিনটারে হারিয়েছি অনাদরে
বর্ষার গান শোনা হয়নি তো আর
অলসে কেটে গেছে জানালার শিক ধরে
বৃষ্টির জলে ভেজা হয়নি আমার
বাদলের দিনটারে হারিয়েছি অনাদরে
বর্ষার গান শোনা হয়নি আমার
অলসে কেটে গেছে জানালার শিক ধরে
বর্ষার গান শোনা হয়নি আমার
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri