Kishore Kumar Hits

Fahmida Nabi - Tomar Bujte Onek Deri Holo şarkı sözleri

Sanatçı: Fahmida Nabi

albüm: Bhalobashar Gaane Pancha Kanya


তোমার বুঝতে অনেক দেরি হলো
সত্যিই আমি কোনো ভুল করি নি.
ছিল অভিমান ছিল অনুযোগ
ইচ্ছে করেই তাই কথা বলি নি...
তোমার বুঝতে অনেক দেরি হলো
সত্যিই আমি কোনো ভুল করি নি.
একই মানুষ একই আছে একই অনুভূতি
তোমার কাছ থেকে আজও সরিনি
ভেবেছিলাম তুমি বুঝে নেবে
ভালো করে সব জেনেই
আমাকে কাছে টেনে নেবে
দুঃখ প্রকাশ করে বার্তা দেবে
আমিও অপেক্ষায় থেকে
তোমার চোখে আর আকাশ ধরি নি
ছিল অভিমান ছিল অনুযোগ
ইচ্ছে করেই তাই কথা বলি নি...
শুধু শুধু কেন দূরে ছিলে
দূরে থেকে কি হলো
কি পেলে সব বলো
কোন সে হিরে কাছে পেয়েছিলে!
আমিও অপেক্ষায় থেকে
তোমার চোখে আর আকাশ ধরি নি
ছিল অভিমান ছিল অনুযোগ
ইচ্ছে করেই তাই কথা বলি নি...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar