Kishore Kumar Hits

Oyshee - BhabnarJalaton şarkı sözleri

Sanatçı: Oyshee

albüm: BhabnarJalaton


যত চিন্তা চিন্তায় রাত জাগা
ততই জোড়া লাগে ভালোলাগা
ভাবলাম অবশেষে হায় কী যে করি
শুধুই জোড়াতালি মন একা একা
কী যে ছন্দ খোঁজে মন
কী যে দ্বন্দ্বে সারাক্ষণ
কী যে ছিন্নভিন্ন তোলপাড় লাগে এখন
কী যে পাই ব্যাকুল উপায়
তবু ঘুম হয়ে স্বপ্ন দেখায়
কী যে ভাবনা আর স্মৃতির মাঝে এমন
তুই এমন কোনো ভাবনার জ্বালাতন
তুই এমন কোনো স্বপ্নের বিচরণ
তুই এমন কেন সবসময়
আর ভাবনাগুলো অকারণ

তুই ছিলি একসময়, তাই পাখিদের গান চলতো
আঁকতাম আনমনে আলপনা
তুই ছিলি পুরোটা জুড়ে, ফুলগুলো হাসতো তাই
হৃদয়জুড়ে যন্ত্রণা
তুই ছিলি একসময়, তাই পাখিদের গান চলতো
আঁকতাম আনমনে আলপনা
তুই ছিলি পুরোটা জুড়ে ফুলগুলো হাসতো তাই
হৃদয়জুড়ে যন্ত্রণা
কী যে ছন্দ খোঁজে মন
কী যে দ্বন্দ্বে সারাক্ষণ
কী যে ছিন্নভিন্ন তোলপাড় লাগে এখন
কী যে পাই ব্যাকুল উপায়
তবু ঘুম হয়ে স্বপ্ন দেখায়
কী যে ভাবনা আর স্মৃতির মাঝে এমন
তুই এমন কোনো ভাবনার জ্বালাতন
তুই এমন কোনো স্বপ্নের বিচরণ
তুই এমন কেন সবসময়
আর ভাবনাগুলো অকারণ
তুই এমন কোনো ভাবনার জ্বালাতন
তুই এমন কোনো স্বপ্নের বিচরণ
তুই এমন কেন সবসময়
আর ভাবনাগুলো অকারণ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar