যত চিন্তা চিন্তায় রাত জাগা ততই জোড়া লাগে ভালোলাগা ভাবলাম অবশেষে হায় কী যে করি শুধুই জোড়াতালি মন একা একা কী যে ছন্দ খোঁজে মন কী যে দ্বন্দ্বে সারাক্ষণ কী যে ছিন্নভিন্ন তোলপাড় লাগে এখন কী যে পাই ব্যাকুল উপায় তবু ঘুম হয়ে স্বপ্ন দেখায় কী যে ভাবনা আর স্মৃতির মাঝে এমন তুই এমন কোনো ভাবনার জ্বালাতন তুই এমন কোনো স্বপ্নের বিচরণ তুই এমন কেন সবসময় আর ভাবনাগুলো অকারণ ♪ তুই ছিলি একসময়, তাই পাখিদের গান চলতো আঁকতাম আনমনে আলপনা তুই ছিলি পুরোটা জুড়ে, ফুলগুলো হাসতো তাই হৃদয়জুড়ে যন্ত্রণা তুই ছিলি একসময়, তাই পাখিদের গান চলতো আঁকতাম আনমনে আলপনা তুই ছিলি পুরোটা জুড়ে ফুলগুলো হাসতো তাই হৃদয়জুড়ে যন্ত্রণা কী যে ছন্দ খোঁজে মন কী যে দ্বন্দ্বে সারাক্ষণ কী যে ছিন্নভিন্ন তোলপাড় লাগে এখন কী যে পাই ব্যাকুল উপায় তবু ঘুম হয়ে স্বপ্ন দেখায় কী যে ভাবনা আর স্মৃতির মাঝে এমন তুই এমন কোনো ভাবনার জ্বালাতন তুই এমন কোনো স্বপ্নের বিচরণ তুই এমন কেন সবসময় আর ভাবনাগুলো অকারণ তুই এমন কোনো ভাবনার জ্বালাতন তুই এমন কোনো স্বপ্নের বিচরণ তুই এমন কেন সবসময় আর ভাবনাগুলো অকারণ