আড়ালে চলো না, কিছু তো বলো না তোমাকে দেবো এই মন-জোছনা চোখেরই পলকে, গোপনে, অলখে তোমার আমার প্রেম হোক সূচনা Lo-lo-lo-love you, lo-lo-lo-love you Lo-lo-lo-love you, লা-লা-লা-লা Lo-lo-lo-love you, lo-lo-lo-love you Lo-lo-lo-love you, লা-লা-লা-লা আড়ালে চলো না, কিছু তো বলো না তোমাকে দেবো এই মন-জোছনা চোখেরই পলকে, গোপনে, অলখে তোমার আমার প্রেম হোক সূচনা ♪ অজানা খেয়ালে ডুবেছিলাম দিন ছিল অগোছালো তোমাকে চিনে, তোমাকে জেনে লাগছে যে সবই ভালো অজানা খেয়ালে ডুবেছিলাম দিন ছিল অগোছালো তোমাকে চিনে, তোমাকে জেনে লাগছে যে সবই ভালো আড়ালে চলো না, কিছু তো বলো না তোমাকে দেবো এই মন-জোছনা চোখেরই পলকে, গোপনে, অলখে তোমার আমার প্রেম হোক সূচনা ♪ সুখেরই খেয়াতে ভাসবো দু'জন ছুঁয়ে যাবো ভেতর বাহির একপাশে তুমি আর একপাশে আমি সাজাবো স্বপ্নেরই নীড় সুখেরই খেয়াতে ভাসবো দু'জন ছুঁয়ে যাবো ভেতর বাহির একপাশে তুমি আর একপাশে আমি সাজাবো স্বপ্নেরই নীড় আড়ালে চলো না, কিছু তো বলো না তোমাকে দেবো এই মন-জোছনা চোখেরই পলকে, গোপনে, অলখে তোমার আমার প্রেম হোক সূচনা Lo-lo-lo-love you, lo-lo-lo-love you Lo-lo-lo-love you, লা-লা-লা-লা Lo-lo-lo-love you, lo-lo-lo-love you Lo-lo-lo-love you, লা-লা-লা-লা ♪ আড়ালে চলো না কিছু তো বলো না