কান্দে
মন কান্দে
পড়ে মনে ক্ষণে ক্ষণে, হাওয়ার পাখি যাইবা রণে
পড়ে মনে ক্ষণে ক্ষণে, হাওয়ার পাখি যাইবা রণে
ফিরবা কি আর খুশি মনে মাটির খাঁচায় রে
ফিরবা কি আর খুশি মনে মাটির খাঁচায় রে
কান্দে মন কান্দে হায় রে হায়, ও হায় রে
কান্দে মন কান্দে হায় রে হায়
♪
শিকারি ঢুকিবে ঘরে, নিয়ে যাবে পাখি ধরে
শিকারি ঢুকিবে ঘরে, নিয়ে যাবে পাখি ধরে
দেখবে শুধু নয়ন ভরে, করার কিছু নাই রে নাই
দেখবে শুধু নয়ন ভরে, করার কিছু নাই রে নাই
কান্দে মন কান্দে হায় রে হায়, ও হায় রে
কান্দে মন কান্দে হায় রে হায়
♪
যাইবা যখন সোনা ময়না, আঁখি ফিরে তাকাবে না
যাইবা যখন সোনা ময়না, আঁখি ফিরে তাকাবে না
স্তব্ধ হবে রক্তকণা, খাঁচা থাকবে কার আশায়?
স্তব্ধ হবে রক্তকণা, খাঁচা থাকবে কার আশায়?
কান্দে মন কান্দে হায় রে হায়, ও হায় রে
কান্দে মন কান্দে হায় রে হায়
♪
হেলায় হেলায় দিন কাটিলো, যৌবনে ভাটা উঠিলো
হেলায় হেলায় দিন কাটিলো, যৌবনে ভাটা উঠিলো
আঁখির জলে বুক ভাসিলো, কান্দে জাকির সর্বদাই
আঁখির জলে বুক ভাসিলো, কান্দে জাকির সর্বদাই
কান্দে মন কান্দে হায় রে হায়, ও হায় রে
কান্দে মন কান্দে হায় রে হায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri