আব্বে হালা, খাড়া কী শুরু হইসে আমগো দেশে? কোনো মাইয়্যা নাইক্কা মায়া-দয়াও নাইক্কা ভালোবাসায় ঠাডা পড়ছে, ব্যাডা, ঠাডা ♪ Yeah! কার টোপেতে কে যে কখন পড়ে রে আপন ছাড়ি পরকে আপন করে রে (yeah!) কার টোপেতে কে যে কখন পড়ে রে আপন ছাড়ি পরকে আপন করে রে কেউ তো এখন নেয় না রে চাপ কিছু হলেই break-up, break-up মুখে মুখে ভালোবাসা, অন্তরেতে doubt Hey মামা, hey Hey মামা, hey Hey মামা, hey Love is market out ♪ ওপরেতে সাধু সাজে, ভেতরে গন্ডগোল (গন্ডগোল) নিজের হাড়ি ভাঙ্গে না তো, বাজায় পরের ঢোল জামানাটা বদলে গেছে, নাই রে প্রেমিক মন (প্রেমিক মন) তলে তলে সবাই এখন খোঁজে আরেকজন Hey মামা, hey Hey মামা, hey Hey মামা, hey Love is market out ♪ খাঁটি সোনা যায়া না চেনা ভেজালেরই ভীড়ে আসল মানুষ থাকে রে ভাই নকলে ঘিরে ভাইবো না তো আমি বোকা, ফাঁইসা গেছি কইরা প্রেম জানি না তো কবে শেষ হবে এই problem Hey মামা, hey Hey মামা, hey Hey মামা, hey Love is market out