মন মনকে ছুঁয়ে মনের ভাষা পড়ে যায় তোমার প্রেমের নেশায় মন আজ মাতাল মাতাল প্রায় মন মনকে ছুঁয়ে মনের ভাষা পড়ে যায় তোমার প্রেমের নেশায় মন আজ মাতাল মাতাল প্রায় ভাবে তোমায় সারাক্ষণ চঞ্চল উতলা মন না, না, না, মানে না মন, মানে না তোমায় ছাড়া রে তোমায় কত ভালোবাসে রে এই মন তোমায় কত ভালোবাসে রে তোমায় কত ভালোবাসে রে এই মন তোমায় কত ভালোবাসে রে ♪ মনের মন কাঁদে তোমায় একটু দেখবে তাই তোমার হাসি আলো ছড়ায় মনের আঙিনায় মন আর মনের মিল যে হবে স্বপ্ন ঠিকানায় খুশির তরী ভিড়বে মন-দরিয়ার কিনারায় মন মনকে ছুঁয়ে মনের ভাষা পড়ে যায় তোমার প্রেমের নেশায় মন আজ মাতাল মাতাল প্রায় মন মনকে ছুঁয়ে মনের ভাষা পড়ে যায় তোমার প্রেমের নেশায় মন আজ মাতাল মাতাল প্রায় ভাবে তোমায় সারাক্ষণ চঞ্চল উতলা মন না, না, না, মানে না মন, মানে না তোমায় ছাড়া রে তোমায় কত ভালোবাসে রে এই মন তোমায় কত ভালোবাসে রে তোমায় কত ভালোবাসে রে এই মন তোমায় কত ভালোবাসে রে তোমায় কত ভালোবাসে রে এই মন তোমায় কত ভালোবাসে রে তোমায় কত ভালোবাসে রে এই মন তোমায় কত ভালোবাসে রে