কেন, বলো না, করো এত বাহানা বলে দাও না তোমার মনে কী মন যে মানে না, আমি একা তুমি বিনা চুপি চুপি দিয়েছে মন উঁকি চলি পিছু পিছু, মন বোঝে না তো কিছু আজ তোমায় ছাড়া ভাল্লাগে না হায় চলি পিছু পিছু, মন বোঝে না তো কিছু আজ তোমায় ছাড়া ভাল্লাগে না হায় ♪ যত করে বলি মন করে লুকোচুরি নিজেই নিজের ধরা নাহি পায় মনের পিছে ঘুরি, মনের নাগাল পাওয়া ভারী সে যে কেবল তোমাতে হারায় তুমি ছাড়া বুঝে না, অন্য কিছু খুঁজে না শুধু তোমার হাসি মনে আঁকে সারাক্ষণ চলি পিছু পিছু, মন বোঝে না তো কিছু আজ তোমায় ছাড়া ভাল্লাগে না হায় চলি পিছু পিছু, মন বোঝে না তো কিছু আজ তোমায় ছাড়া ভাল্লাগে না হায় ♪ আনচান আনচান মনে শুধু তাকে খুঁজে মরি তবু যে তার দেখা নাহি পাই মনের সবই জেনেও সে যে আমায় পাগল করে দেয়ালের আড়ালেতে পালাই শাসন বারণ মানে না, হাজার কানুন জানে না শুধু তোমার মনটা আমার করে দাও আপন চলি পিছু পিছু, মন বোঝে না তো কিছু আজ তোমায় ছাড়া ভাল্লাগে না হায় চলি পিছু পিছু, মন বোঝে না তো কিছু আজ তোমায় ছাড়া ভাল্লাগে না হায়