তরী চলে না ♪ কী তরী ভাসাইলি রে আমার মননদীতে সুখের বইঠা ছাড়া চলে না কী তরী ভাসাইলি রে আমার মননদীতে সুখের বইঠা ছাড়া চলে না হাওয়া বয় উল্টো হাওয়া, বইঠাও নাই সাথে হাওয়া বয় উল্টো হাওয়া, বইঠাও নাই সাথে ভুল করিলো মন পাগলে ও, ভুল করিলো মন পাগলে, আসল নকল চিনলো না ওই পাড়ে যে সুখের বইঠা আনতে যাইতে পারলো না ওই পাড়ে যে সুখের বইঠা আনতে যাইতে পারলো না তরী চলে না সুখের বইঠা ছাড়া চলে না তরী চলে না সুখের বইঠা ছাড়া চলে না ♪ আমার মনচক্ষু বন্ধ ছিল, অন্ধকারে পাই তো রে ভুল বাগানে ফুল তুলিয়া সুখের সৌরভ পাই না রে আমার মনচক্ষু বন্ধ ছিল, অন্ধকারে পাই তো রে ভুল বাগানের ফুল তুলিয়া সুখের সৌরভ পাই না রে সৌরভে এমন নেশা, হলে মন ভালোবাসা স্মৃতিরা দুঃখ বাড়ায়, ঘর তো ছাড়ে না তরী চলে না সুখের বইঠা ছাড়া চলে না ♪ আমার মনে-প্রাণে প্রেম জাগিলো, মিথ্যে প্রেমে ঘুম পাড়াই নাই ভাগীদার দুখের আমার, যায় না দুঃখ সান্ত্বনায় আমার মনে-প্রাণে প্রেম জাগিলো, মিথ্যে প্রেমে ঘুম পাড়াই নাই ভাগীদার দুখের আমার, যায় না দুঃখ সান্ত্বনায় অশান্তির ঘর ছাড়ে না, জ্বালাময় মন বোঝে না স্মৃতিরা দুঃখ বাড়ায়, ঘর তো ছাড়ে না তরী চলে না সুখের বইঠা ছাড়া চলে না কী তরী ভাসাইলি রে আমার মননদীতে সুখের বইঠা ছাড়া চলে না কী তরী ভাসাইলি রে আমার মননদীতে সুখের বইঠা ছাড়া চলে না হাওয়া বয় উল্টো হাওয়া, বইঠাও নাই সাথে হাওয়া বয় উল্টো হাওয়া, বইঠাও নাই সাথে ভুল করিলো মন পাগলে ও, ভুল করিলো মন পাগলে, আসল নকল চিনলো না ওই পাড়ে যে সুখের বইঠা আনতে যাইতে পারলো না ওই পাড়ে যে সুখের বইঠা আনতে যাইতে পারলো না ওই পাড়ে যে সুখের বইঠা আনতে যাইতে পারলো না ওই পাড়ে যে সুখের বইঠা আনতে যাইতে পারলো না