কেন যে মন ভালো লাগে তুমি ছিলে তার আগে কেন স্বপন মনে জাগে তুমি ছিলে অনুরাগে আড়ালে আড়ালে এখনও হারালে আড়ালে আড়ালে কখনও দাঁড়ালে তুমি আসো তখন, নীল নয়ন ♪ এখনও বেঁচে থাকা মন লুকিয়ে দেখে সারাক্ষণ তোমার চোখের নীলে নীলচে স্বপ্নপূরণ চাহনির গভীরে চাহনি সরে না দেখার গভীরে মন তো ভরে না তুমি আসো তখন, নীল নয়ন ♪ এখনও সন্ধ্যেবেলায় অলস সময় আসে এখনও তুমি আসো চোখে তুমি ভাসো রূপের আধারে রূপ তো ধরে না নয়ন গভীরে চোখ তো সরে না তুমি আসো তখন, নীল নয়ন কেন যে মন ভালো লাগে তুমি ছিলে তার আগে কেন স্বপন মনে জাগে তুমি ছিলে অনুরাগে আড়ালে আড়ালে এখনও হারালে আড়ালে আড়ালে কখনও দাঁড়ালে তুমি আসো তখন, নীল নয়ন