Kishore Kumar Hits

Eleyas Hossain - Jiboner Golpo şarkı sözleri

Sanatçı: Eleyas Hossain

albüm: Jiboner Golpo


বুকটা চিরে একটাবার তুই দেখ না রে
কতটা আছিস ভেতর জুড়ে
হাতটা ছুঁয়ে একটাবার তুই বল না রে
কখনো যাবি না আমায় ছেড়ে
তুই বদলে দিয়ে যা আমার গল্পটা
আমি তোকে ছাড়া অন্য কিছু চাই না রে
বুকটা চিরে একটাবার তুই দেখ না রে
কতটা আছিস ভেতর জুড়ে

তুই নামলে বৃষ্টি হয়ে আমি মাখবো সারা গায়
আর কল্পনাতে নয়, আমি সত্যি তোকেই চাই
তুই নামলে বৃষ্টি হয়ে আমি মাখবো সারা গায়
আর কল্পনাতে নয়, আমি সত্যি তোকেই চাই
তুই বদলে দিয়ে যা আমার গল্পটা
আমি তোকে ছাড়া অন্য কিছু চাই না রে
বুকটা চিরে একটাবার তুই দেখ না রে
কতটা আছিস ভেতর জুড়ে

তোর জমলে ধুলো গায় মুছে দেবো নীল জোছনায়
তোকে রাখবো খুব যতনে এই মনের আঙিনায়
তোর জমলে ধুলো গায় মুছে দেবো নীল জোছনায়
তোকে রাখবো খুব যতনে এই মনের আঙিনায়
তুই বদলে দিয়ে যা আমার গল্পটা
আমি তোকে ছাড়া অন্য কিছু চাই না রে
বুকটা চিরে একটাবার তুই দেখ না রে
কতটা আছিস ভেতর জুড়ে
হাতটা ছুঁয়ে একটাবার তুই বল না রে
কখনো যাবি না আমায় ছেড়ে
তুই বদলে দিয়ে যা আমার গল্পটা
আমি তোকে ছাড়া অন্য কিছু চাই না রে
বুকটা চিরে একটাবার তুই দেখ না রে
কতটা আছিস ভেতর জুড়ে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar