Kishore Kumar Hits

Eleyas Hossain - Oviman şarkı sözleri

Sanatçı: Eleyas Hossain

albüm: Oviman


নিশ্চুপ হয়ে থেকো না
একটা কথা বলো
তোমার কথা শোনার লাগি
প্রাণের আকুতি হলো
অভিমান নিয়ে থেকো না
মনের দুয়ার খোলো
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো

রাতে তারা মিটি মিটি হাসে
চেয়ে তোমার দিকে
জোছনা ধারা ঝরে পরে
কাজল কালো চোখে
তাই দেখে মন ছুটে চলে
তোমারই মন পাড়াতে
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো

কাছে এসে অপলকে হেসে
যখন হাতটি বাড়ালে
মনে হলো পৃথিবী আমার
স্বপ্নে রঙিন হলো
ছেড়ো না যেন হাতটি আমার
যতই আসুক দুর্বিপাক
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো
বলো-না একটিবার
শুধু আমায় ভালোবাসো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar