মেঘের কোলে রোদ হাসে তুমি কাছে এলে দু'চোখ বেয়ে আঁধার নামে তুমি গেলে চলে এক পা দু' পা করে যাচ্ছি চলে বন্ধু, তোমার ঠিকানায় ফিরিয়ে দিয়ো না তুমি আমায় বন্ধু, যেকোনো বাহানায় ও, ধীরে ধীরে বাড়ছে বুকে ভালোবাসারই টান তুমি ছাড়া লাগে না ভালো মন করে শুধু আনচান ♪ অজানা সুখের হাতছানি আমায় করছে শুধু আহ্বান তোমার তরে জীবন বাজি দেবো ভালোবাসারই প্রতিদান ও, ধীরে ধীরে বাড়ছে বুকে ভালোবাসারই টান তুমি ছাড়া লাগে না ভালো মন করে শুধু আনচান ♪ যত দূরে যাই চলে তবু কেন বারেবারে আসি ফিরে বেঁধেছো কোন মায়াজালে তুমি ছাড়া এ মন শুধু জ্বলে ও, ধীরে ধীরে বাড়ছে বুকে ভালোবাসারই টান তুমি ছাড়া লাগে না ভালো মন করে শুধু আনচান ও, ধীরে ধীরে বাড়ছে বুকে ভালোবাসারই টান তুমি ছাড়া লাগে না ভালো মন করে শুধু আনচান