Kishore Kumar Hits

Abir Biswas - Khachar Bhitor Ochin Pakhi şarkı sözleri

Sanatçı: Abir Biswas

albüm: Khachar Bhitor Ochin Pakhi


আট কুঠুরি, নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
আট কুঠুরি, নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা, আয়নামহল তায়
কেমনে আসে যায়?
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?

কপালের ফের, নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার?
কপালের ফের, নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার?
খাঁচা ভেঙে পাখি আমার
খাঁচা ভেঙে পাখি আমার কোনখানে পালায়?
কেমনে আসে যায়?
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?

তারে ধরতে পারলে মনবেড়ি
ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়
কেমনে আসে যায়?
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?
কেমনে আসে যায়?
কেমনে আসে যায়?

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar