বল কী করে তোকে ছেড়ে থাকবো আমি দূরে যেখানে আজ স্বপ্নগুলো সবই তোকে জুড়ে জানি আর যাবে না রাখা কোনো মায়ার বাঁধন দিয়ে নিজেকে তুই অন্য বাসায় নিয়েছিস সাজিয়ে তবে আমি ছিলাম শুধুই বোকা, ভালোবেসে হলাম একা সেই বোকামিগুলোই আমায় ফিরিয়ে দে না কিছু কষ্ট বুকে জমে আছে, কমিয়ে দে না আমার বেঁচে থাকার সুখগুলো তুই ফিরিয়ে দে না কিছু কষ্ট বুকে জমে আছে, কমিয়ে দে না আমার বেঁচে থাকার সুখগুলো তুই ফিরিয়ে দে না ♪ আমি দিয়েছিলাম তোকে, ওরে, হাজার সুখের আলো আমার জীবন আঁধার করে থাকবি কি তুই ভালো? তবু আজও আমি কাঁদি বসে একলা ঘরের কোণে মিথ্যে ছিলো ভালোবাসা আমারই জীবনে কেন দিয়ে গেলি এমন ব্যথা, করে গেলি আমায় একা করলি রে তুই কেন এমন জবাব দে না কিছু কষ্ট বুকে জমে আছে, কমিয়ে দে না আমার বেঁচে থাকার সুখগুলো তুই ফিরিয়ে দে না কিছু কষ্ট বুকে জমে আছে, কমিয়ে দে না আমার বেঁচে থাকার সুখগুলো তুই ফিরিয়ে দে না কত আদরে তুই বুকে ছিলি, আজ সবই কি ভুলে গেলি? হৃদয়টা যে তোরই ছিল মিলিয়ে নে না কিছু কষ্ট বুকে জমে আছে, কমিয়ে দে না আমার বেঁচে থাকার সুখগুলো তুই ফিরিয়ে দে না কিছু কষ্ট বুকে জমে আছে, কমিয়ে দে না আমার বেঁচে থাকার সুখগুলো তুই ফিরিয়ে দে না ♪ सजना सजना