ইচ্ছে ছিল তোমায় নিয়ে হরিয়ে যাবো অনেক দূরে নতুন করে বাঁধবো বাঁধন, থাকবো সুখে কুঁড়েঘরে বাসবো ভালো সারাজীবন, কথা তুমি দিয়েছিলে কেন এমন ব্যথা দিয়ে আমায় তুমি কাঁদিয়ে গেলে? ♪ ও, ইচ্ছে ছিল তোমায় নিয়ে হরিয়ে যাবো অনেক দূরে নতুন করে বাঁধবো বাঁধন, থাকবো সুখে কুঁড়েঘরে বাসবো ভালো সারাজীবন, কথা তুমি দিয়েছিলে কেন এমন ব্যথা দিয়ে আমায় তুমি কাঁদিয়ে গেলে? দুঃখগুলো জমে আছে মনেরই গোপনে জানি ফিরবে না সে আর কোনোদিন আমার এ জীবনে সে ছেড়ে গেছে, যাওয়ার আগে যায়নি কিছুই বলে তবু কেন রে মন তারই আশায় আজও রে দিন গোনে? রাত্রিগুলো কাটছে একা, চোখের জলে স্বপ্ন দেখা খুঁজে ফিরি তার স্মৃতি আজও পোড়া জীবনে কষ্টগুলো জমে আছে মনের গভীর কোণে তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিনগুলো সেই দিনগুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে রাত্রিগুলো কাটছে একা, চোখের জলে স্বপ্ন দেখা খুঁজে ফিরি তার স্মৃতি আজও পোড়া জীবনে কষ্টগুলো জমে আছে মনের গভীর কোণে তারে যত্ন করে রেখেছিলাম আমার এই মনে তার নানান রঙের বায়নাতে কাটতো যে দিনগুলো সেই দিনগুলো আজ একলা বসে কাঁদে রে গোপনে