Kishore Kumar Hits

Huge Studio - Modhur Kichu Somoy Je Jibon Ase (Ei Vabe Jodi Kete Jai Chirodin) şarkı sözleri

Sanatçı: Huge Studio

albüm: Modhur Kichu Somoy Je Jibon Ase (Ei Vabe Jodi Kete Jai Chirodin)


কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু মুখের হাসি
দিয়ে যায় চাওয়ার বেশি
কিছু কিছু মুখের হাসি
দিয়ে যায় চাওয়ার বেশি
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
মধুর কিছু সময় যে জীবনে আসে
গুন-গুন করে ওঠে মন কত আবেশে
মধুর কিছু সময় যে জীবনে আসে
গুন-গুন করে ওঠে মন কত আবেশে
মনেপড়ে যায় কত স্মৃতি
কত ছবি ভালোবাসার
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
এই ভাবে যদি কেটে যায় চিরদিন
রঙে রঙে যদি হয় মনটা রঙিন
এই ভাবে যদি কেটে যায় চিরদিন
রঙে রঙে যদি হয় মনটা রঙিন
স্বপ্নেরই দিন যখন আসে
আপন জনের ছোঁয়ায়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়
কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি
কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
ভরে যায় খুশিতে তখন এ হৃদয়
কিছু কিছু কথা আর কিছু পরিচয়
মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar