কেউ বলে পথকলি কেউ বলে টোকাই আমাদেরও নাম আছে সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ♪ কেউ বলে পথকলি কেউ বলে টোকাই কেউ বলে পথকলি কেউ বলে টোকাই আমাদেরও নাম আছে সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ও, সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ♪ মায়ের আদর সোহাগ নিয়ে মানুষ রূপে জন্ম নিয়ে মায়ের আদর সোহাগ নিয়ে মানুষ রূপে জন্ম নিয়ে অনাদর আর অবহেলায় অনাদর আর অবহেলায় পথে পেলাম ঠাঁই নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ও, নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ♪ মোদের চাওয়া নয় তো বেশি একটু হাসি, একটু খুশি মোদের চাওয়া নয় তো বেশি একটু হাসি, একটু খুশি মাথা গোঁজার একটু ঠাঁই আর মাথা গোঁজার একটু ঠাঁই আর দু'বেলা ভাত চাই নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ও, নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই কেউ বলে পথকলি কেউ বলে টোকাই আমাদেরও নাম আছে সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই ও, সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই