Kishore Kumar Hits

Konok Chapa - Ei Podda Ei Meghna şarkı sözleri

Sanatçı: Konok Chapa

albüm: O amar desher mati


স্বদেশের নদী আবহমান কাল ধরে প্রেরণার উৎস হয়ে আছে
কাজে, সৃষ্টিতে, নদী জীবনের গান শোনায়
আনন্দ-বেদনা-বিরহ, সংকটে ও মিলনের উপমা এ নদী
বাঙালির প্রেম বিচ্ছেদের উপাখ্যান পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতী
শিল্পীর ব্যাকুল কণ্ঠেও সেই সুর

এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
আমার রাখাল মন গান গেয়ে যায়
এ আমার দেশ এ আমার প্রেম
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে

এই মধুমতি, ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এই মধুমতি, ধানসিঁড়ি নদীর তীরে
নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে
এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে

এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদীর অববাহিকায়
এখানে রমনীগুলো নদীর মতো
নদীও নারীর মত কথা কয়

এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে
নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে
যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে
আমার রাখাল মন গান গেয়ে যায়
আমার রাখাল মন গান গেয়ে যায়
এ আমার দেশ এ আমার প্রেম
আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
কত আনন্দ-বেদনায়, মিলন ও বিরহ সংকটে
এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar