পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
আমার বাড়ির উঠান দিয়া নিত্য রে তুই যাস চলিয়া
একবারও হায় আমার পানে চাইয়া দেখলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
♪
মন যে আমার দিবানিশি তোরই কথা বলে
একদিন তোরে না দেখিলে চক্ষু ভরে জলে
♪
ও মন যে আমার দিবানিশি তোরই কথা বলে
একদিন তোরে না দেখিলে চক্ষু ভরে জলে
তোরে এত ভালোবাসি, তুই তো ভালোবাসলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
♪
কইতে নারি, সইতে নারি, বড়ো জ্বালা বুকে
তোরে ভালোবাসার দোষে মন্দ বলে লোকে
♪
ও কইতে নারি, সইতে নারি, বড়ো জ্বালা বুকে
তোরে ভালোবাসার দোষে মন্দ বলে লোকে
নিরালাতে আমার কথা একটু যে তুই ভাবলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
আমার বাড়ির উঠান দিয়া নিত্য রে তুই যাস চলিয়া
একবারও হায় আমার পানে চাইয়া দেখলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
পরানের বন্ধু, আজও মনের খবর নিলি না
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri